চা না কফি?

চা না কফি?

প্রতিদিন সারাবিশ্বে প্রায় ২০০ কোটি কাপ কফি পান করা হয়।
অ্যামেরিকা আর ইউরোপের কফি বেশি জনপ্রিয়।
আর এশিয়া মহাদেশ এবং সাবেক সোভিয়েত অঞ্চলগুলোতে চা’ই এখনো বেশি সমাদৃত হয়ে আসছে।
চা কিংবা কফির জনপ্রিয়তা নির্ণয়ের ক্ষেত্রে এর ওজন পরিমাপ না করে, কত লিটার পান করা হলো- সেই বিবেচনায় হিসাব করা উচিৎ।
কারণ ওজনের হিসাবে, প্রতিবছর পৃথিবীতে যে পরিমাণ চা পান করা হয়, তার চেয়ে প্রায় ৮০% বেশি কফি পান করা হয়।
কিন্তু ১কাপ চা বানাতে ২ গ্রামের মত চা-পাতা প্রয়োজন হলেও, এক কাপ কফি বানাতে প্রয়োজন হয় ১০ গ্রাম কফি।
সুতরাং হিসাব অনুযায়ী,”১কাপ কফির সমানুপাতিক হতে পারে ৩কাপ চা।”

Add Comment

Your email address will not be published. Required fields are marked *